করোনার (Covid-19) তৃতীয় ঢেউ কার্যত আছড়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের (West Bengal) অবস্থা চিন্তা রাখছে কেন্দ্রকে। গত কয়েকদিনে বেলাগাম রাজ্যের করোনা পরিস্থিতি। বিশেষ করে কলকাতার (Kolkata) পাশাপাশি জেলাগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। আর এটাই চিন্তা কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তাদের কাছে।
পরিসংখ্যান বলছে, গত তিন সপ্তাহে রাজ্যের দৈনিক সংক্রমণ একধাক্কায় বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। চিকিৎসকদের আশঙ্কা, এই বৃদ্ধি আরও বাড়ছে পারে। কারণ, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। আর শিয়রে রয়েছে চার পুরনিগমের ভোট। যেখানে প্রায় রোজই করোনা বিধি ভেঙে প্রচারের অভিযোগ আসছে। স্বাস্থ্য কর্তাদের একই ভাবে ভাবচ্ছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটও।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম বর্ধমান। কলকাতা বাদ দিলে এই চার জেলায় দাপটে ব্যাট করছে করোনা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, এখন আরও বেশি সতর্ক না হলে, পশ্চিমবঙ্গেও পরিস্থিতি এবার বেশ সঙ্গীন হতে পারে। কারণ, কলকাতা তো বটেই, এমনকী, পাল্লা দিয়ে সংক্রমণে হার দৈনিক ভাবে পাঁচ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে আশ-পাশের জেলাগুলিতেও। ডিসেম্বরের শেষ সপ্তাহ ও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জেলাপিছু গড়ে অন্তত ৫-৭ শতাংশ সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুরে।