বিশ্বে নতুন করে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Affection)। এবার দেশের প্রত্যেক নাগরিককে প্রিকশন ডোজ (Precaution Dose) দেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা করবে কেন্দ্র। দেশজুড়ে কোভিড সংক্রমণ নিম্নমুখী হলেও কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তৃতীয় ডোজের (Third Dose) প্রয়োজনীয়তা আছে কিনা, তা নিয়েই বৈঠকে বসবেন স্বাস্থ্য আধিকারিকরা। তবে এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গত ডিসেম্বরে বিশ্বের নানা প্রান্তে ছড়াতে শুরু করে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন (Omicron)। সেই সময় স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য প্রিকশন ডোজ চালু করেছিল কেন্দ্র। পরে কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধদের প্রিকশন ডোজ দেওয়ার কথা ঘোষণা করে। ১৬ মার্চ থেকে সামগ্রিকভাবে ষাটোর্ধদের প্রিকশন ডোজ দেওয়া চালু হয়। দেওয়া শুরু হয় ১২-১৪ বছর বয়সীদের টিকাও। কিন্তু বিশ্বজুড়ে সংক্রমণের প্রকোপ বাড়ায় ৬০ বছরের নিচের নাগরিকদের প্রিকশন ডোজ দেওয়া হবে কিনা, তা নিয়ে ভাবছে কেন্দ্র।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৫৮১, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৩৩ জন
গত একমাসে বিশ্বজুড়েই কোভিড সংক্রমণ ছিল নিম্নমুখী। কিন্তু গত সপ্তাহ থেকে এশিয়ার বেশ কিছু দেশে কোভিড ভয়ঙ্কর আকার ধারণ করেছে। চিন, দক্ষিণ কোরিয়া, হংকং, ফ্রান্স, ব্রিটেনে দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। তার ফলে সেই প্রভাব ভারতেও পড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের।