কর্নাটকে ভোটের আগে ফের করোনার মাথাচাড়া। তাই আরও সতর্ক হতে দেশের আট রাজ্যকে নতুন করে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। শুক্রবার উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র-সহ আট রাজ্যকে এই চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, করোনা মোকাবিলায় নতুন করে লড়াই শুরু করতে হবে। হাসপাতাল থেকে স্বাস্থ্য কেন্দ্র, প্রতি জায়গায় সতর্কতা আরও বাড়াতে হবে। বিশেষ করে প্রতিটি রাজ্যকে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের এই চিঠিতে নাম নেই পশ্চিমবঙ্গের।
গত কয়েক দিন ধরেই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা কার্যত লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আশঙ্কা, অধিকাংশ কোভিড রোগী আসছেন বাইরে থেকে। বিশেষ করে আন্তর্জাতিক বিমান থেকে ফের ভারতে করোনা বাড়ছে বলেও দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতেই এই আট রাজ্যকে সতর্ক করা হল।
যদিও রাজ্যে শুক্রবার থেকেই শুরু হয়েছে বিশেষ নজরদারি। ইতিমধ্যেই নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় মাস্ক ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। ওই নির্দেশিকায় ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।