Omicron: ওমিক্রন আতঙ্কে রাজ্যকে চিঠি কেন্দ্রের, প্রয়োজনে আবার লকডাউনের পথে হাঁটার নির্দেশ অজয় ভাল্লার

Updated : Dec 27, 2021 20:11
|
Editorji News Desk

দেশে বাড়ছে ওমিক্রন(Omicron), রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্র সরকার(Central Govt.)। ওমিক্রন(Omicron) নিয়ন্ত্রণে সবদিক থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিভিন্ন রাজ্যকে। ক্রমবর্ধমান করোনা(Coronavirus) পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকেও(West Bengal) প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সোমবার কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিবকে।

উৎসব এবং বিয়ের মরসুমে রাজ্যজুড়ে লাগামছাড়া মাতামতি এবং অসচেতনতার ছবি চোখে পড়েছে বারবার। বড়দিনে(Christmas) পার্কস্ট্রিট(Parkstreet) সহ বিভিন্ন জায়গায় জনস্রোত চিকিৎসকদের আতঙ্ক বাড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৫৭৮, যা ক্রমশ বেড়েই চলেছে।

আরও পড়ুন- India Covid Update : ৫০০-র গণ্ডি ছাড়াল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৬,৫৩১

দেশের মোট ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ওমিক্রন(Omicron) আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।‌ বিশ্বজুড়ে ১১৬টি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে খেয়াল রাখতে হবে রাস্তাঘাটে যেন দৈহিক দূরত্ব বজায় থাকে। এটি বিষয়ে রাজ্যকে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন অজয় ভাল্লা। আরও জানানো হয়েছে, রাজ্যে ওষুধ এবং অক্সিজেনের(Oxygen) সরবরাহে যেন ঘাটতি না থাকে।

প্রশাসনকে মূলত পাঁচটি সর্তকতা মেনে চলতে বলেছে কেন্দ্র। পরীক্ষা, নজরদারি, চিকিৎসা, টিকাকরণ এবং করোনাবিধি পালন। এই পাঁচটি ক্ষেত্রে যাতে কোনও ঢিলেমি না থাকে তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। পাশাপাশি, প্রয়োজন পড়লে রাজ্যে লকডাউনের(Lockdown) মতো বিধি বলবৎ করতেও জানানো হয়েছে এই চিঠিতে।

Corona CurfewIndiaWest BengalAjay Kumar BhallaOmicron AlertLOCKDOWN

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার