দেশজুড়ে ফের ভয়াবহ চেহারা নিয়েছে করোনা (Coronavirus) সংক্রমণ। এই অবস্থায় রাজ্যগুলিকে অস্থায়ী হাসপাতাল বানাতে বলল কেন্দ্রীয় সরকার।
করোনার বিস্তার রুখতে অস্থায়ী হাসপাতাল বানিয়ে কোভিড বেড বাড়ানো সহ ৫ দফার নির্দেশ পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সব রাজ্যকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। অস্থায়ী হাসপাতাল তৈরি ছাড়াও সমস্ত জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে।
আরও পড়ুন: Covid in Bengal: কলকাতা ২৩৯৮, বাংলায় ৪৫১২ জন, উদ্বেগ বাড়িয়ে রাজ্যে কোভিড একলাফে ১০ গুণ
নিভৃতবাসে রয়েছেন যে সব করোনা রোগী, তাঁদের উপর বিশেষ নজরদারি করতে বলেছে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা এবং কোভিড চিকৎসার জন্য অক্সিজেন, ওষুধ সহ পরিকঠামো বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
সংক্রমণ রুখতে কোভিড আক্রান্তদের সংস্পর্শে কারা ছিলেন এবং তাঁদের নিভৃতবাসে পাঠানোর দিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।