দেশজুড়ে করোনা ভাইরাসের টিকার (Coronavirus vaccibe) বুস্টার ডোজ (Booster dose) দেওয়া শুরু হওয়ার আগে নতুন নির্দেশিকা দিতে চলেছে সরকার।
১০ জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে বুস্টার টিকাকরণ। তবে বুস্টার টিকা নেওয়ার জন্য নতুন করে ওয়েবসাইটে নাম নথিভুক্তকরণের দরকার নেই। সরাসরি টিকাকেন্দ্রে গেলেই যোগ্য প্রাপকরা টিকা পাবেন, এই রকমই দাবি করেছে কেন্দ্রীয় সরকারি সূত্র।
আরও পড়ুন: Coronavirus: করোনায় আক্রান্ত সুজিত বসু, করোনা রুখতে দুই ২৪ পরগনায় তৈরি হল বিশেষ টিম
সরকার জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে দেশ জুড়ে বুস্টার টিকার জন্য অনলাইন বুকিং শুরু হবে। সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করে টিকা দেওয়া শুরু হবে ১০ জানুয়ারি থেকে।
দিন কয়েক আগে স্বাস্থ্যসেবা কর্মী, প্রথম সারির কর্মী এবং কমোর্বিডিটি সহ ষাটোর্ধ্ব ব্যক্তিদের প্রথম বুস্টার টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র।