দেশজুড়ে ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা (Coronavirus) সংক্রমণ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল ICMR।
West Bengal Covid Update: লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, শুক্রবার রাজ্যে কোভিড আক্রান্ত ৩,৪৫১ জন
কেন্দ্রীয় সরকার (Government of India) জানিয়েছে, যাঁদের জ্বর আছে, মাথায় যন্ত্রণা, গলায় ব্যথা, শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, শরীরে যন্ত্রণা, স্বাদ বা ঘ্রাণের সমস্যা, ক্লান্তি এবং ডায়েরিয়া রয়েছে- তাঁদের করোনায় আক্রান্ত সন্দেহের তালিকায় রাখতে হবে। তাঁদের পরীক্ষা করাতে হবে। ওমিক্রন আবহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এই সতর্কবার্তা জারি করল কেন্দ্র।