কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ এবং বুুস্টার ডোজের মধ্যেকার সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমে হল ৬ মাস। বুধবার নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ। এতদিন সেই সময়সীমা ছিল ৯ মাস।
দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যে ব্যবধান কমানোর পাশাপাশি সমস্ত রাজ্যকে টিকাকরণে জোর দিতে বলেছে কেন্দ্র। দেশে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব, আরও বেশি সংখ্যক মানুষকে কোভিড টিকা দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন- India Covid Update : দেশে ফের কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬,১৫৯, মৃত ২৮
বিশেষজ্ঞ মহলের দাবি, দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজ নিলে প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। সেই জন্যই দুটি ডোজের মধ্যেকার ব্যবধান কমিয়ে করা হয়েছে ৬ মাস, এমনটাই মত চিকিৎসক মহলের।