বিশ্বজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কোভিড টিকার বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়া কতটা জরুরি, তা নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, কোভিড টিকার বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে, প্রথমে গোটা দেশে বুস্টার টিকাকরণ শেষ করা জরুরি।
চিন-সহ ৬টি দেশফেরত যাত্রীদের জন্য আগেই কড়া বিধি জারি করেছিল কেন্দ্র। সোমবার ওই ৬টি দেশ ছুঁয়ে আসা বিমানে যাঁরা ভারতে আসবেন, তাঁদের জন্য যাত্রার ৭২ ঘণ্টা আগে করানো আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক।
মঙ্গলবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা সোমবারের তুলনায় কমেছে। মঙ্গলবার দেশে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ২,৫৮২। গত এক দিনে দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২২ জন। আশার কথা, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে কারও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭০৭ জনের