কোভিড(Covid 19) নিয়ে পশ্চিমবঙ্গ সহ মোট আট রাজ্যকে সতর্ক করল কেন্দ্র সরকার। বৃহস্পতিবার কেন্দ্রের(Centre) তরফে করোনা(Coronavirus) নিয়ে ৮টি রাজ্যকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। কোভিড(Covid 19) পরীক্ষা বাড়ানো, কোভিড হাসপাতালে প্রস্তুতি জোরদার করা, টিকার হার বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
দিল্লি(Delhi), হরিয়ানা(Hariyana), তামিলনাড়ু(Tamilnadu), পশ্চিমবঙ্গ(West Bengal), মহারাষ্ট্র(Maharastra), গুজরাট(Gujrat), কর্ণাটক(Karnataka), এবং ঝাড়খন্ডে(Jharkhand) সতর্কবার্তা জারি করা হয়েছে। এই আটটি রাজ্যে বিগত কিছুদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ফলে আগাম সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে। ওমিক্রন(Omicron) আতঙ্কের মধ্যেই গত ২৪ ঘন্টায় দেশের করোনা(Corona) পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। মাত্র একদিনে ১৩, ১৫৪ জন নতুন করে করোনা(Corona) আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন- Omicron: এক সপ্তাহের মধ্যেই রাজ্যে তৃতীয় ঢেউ, ৩০-৩৫ হাজার দৈনিক সংক্রমণের আশঙ্কা!
পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন(Omicron) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ওমিক্রনে(Omicron) আক্রান্ত হয়েছেন ৯৬১ জন। ৪৬ দিন পর আবার পজিটিভিটি রেট নেমেছে ১ শতাংশের নিচে। ৮৭ দিন পর দৈনিক পজিটিভিটি রেট নেমেছে ২ শতাংশের নিচে।