বিশ্বজুড়ে বাড়তে থাকা কোভিড(Covid-19) পরিস্থিতিতে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। চিন(China), হংকং(Hong Kong), দক্ষিণ কোরিয়ার(South Korea) মতো দেশে নতুন করে হানা দিয়েছে কোভিড। সেখানে করোনার ওমিক্রন(Omicron) স্ট্রেনের যে প্রজাতিটি ছড়াচ্ছে, সেটি সংক্রমণের প্রশ্নে ওমিক্রনের(Omicron) চেয়েও শক্তিশালী বলে মত বিশেষজ্ঞদের একাংশের। এই সংক্রমণের আঁচ ভারতে করোনার চতুর্থ ঢেউ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তাদের। তাই আগেভাগেই প্রস্তুত থাকা, পরীক্ষা বাড়ানো ও প্রয়োজনে কোভিডবিধি(Covid Restrictions) ফের একবার আরোপ করার সুপারিশ করে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
গত জানুয়ারি মাসের শুরু থেকেই দেশে ওমিক্রন আক্রান্তের রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। যদিও সংক্রমিতদের অধিকাংশের মৃদু উপসর্গ(Mild symptoms) দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, দেশের বিরাট সংখ্যক মানুষ করোনার দু’টি টিকা(Double dose vaccine) নিয়ে নেওয়ায় তখন সেভাবে ক্ষতি করতে পারেনি করোনার ওই প্রজাতি। কিন্তু এবার ওমিক্রনের যে প্রজাতির মাধ্যমে সংক্রমণ ছড়াতে শুরু করেছে, তা ওমিক্রনের থেকেও কয়েক গুণ শক্তিশালী। যে গতিতে চিন, দক্ষিণ কোরিয়া, হংকংয়ের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি এবং ইউরোপের(Europian Country) কিছু অংশে ওই নতুন প্রজাতি ছড়াচ্ছে, তাতে খুব অল্প সময়েই সেই সংক্রমণের কবলে বিশ্বের একটি বড় অংশ আসতে চলেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
গত বুধবার শীর্ষ স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ(Rajesh Bhushan) চিঠিতে জানান, বুধবারের বৈঠকে প্রতিটি রাজ্যকে পরীক্ষা ও নজরদারি বাড়ানো, যাঁরা প্রতিষেধক নেননি তাঁদের টিকাকরণের(Vaccination) আওতায় নিয়ে আসার মতো ধাপগুলি গুরুত্ব দিয়ে পালন করার উপরে জোর দেওয়া হয়েছে। রাজেশ চিঠিতে জানিয়েছেন, আর্থিক ও সামাজিক গতিবিধি স্বাভাবিক রাখতে গিয়ে যাতে কোভিড নিয়মবিধি(Covid Restrictions) পালনের প্রশ্নে কোনও শিথিলতা না দেখা যায় সেই বিষয়টির দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে বলা হয়েছে রাজ্যগুলিকে।