Covid 19: আবার বিশ্বে দাপট দেখাচ্ছে করোনা, কোভিড নিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

Updated : Mar 19, 2022 12:58
|
Editorji News Desk

বিশ্বজুড়ে বাড়তে থাকা কোভিড(Covid-19) পরিস্থিতিতে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। চিন(China), হংকং(Hong Kong), দক্ষিণ কোরিয়ার(South Korea) মতো দেশে নতুন করে হানা দিয়েছে কোভিড। সেখানে করোনার ওমিক্রন(Omicron) স্ট্রেনের যে প্রজাতিটি ছড়াচ্ছে, সেটি সংক্রমণের প্রশ্নে ওমিক্রনের(Omicron) চেয়েও শক্তিশালী বলে মত বিশেষজ্ঞদের একাংশের। এই সংক্রমণের আঁচ ভারতে করোনার চতুর্থ ঢেউ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তাদের। তাই আগেভাগেই প্রস্তুত থাকা, পরীক্ষা বাড়ানো ও প্রয়োজনে কোভিডবিধি(Covid Restrictions) ফের একবার আরোপ করার সুপারিশ করে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।  

গত জানুয়ারি মাসের শুরু থেকেই দেশে ওমিক্রন আক্রান্তের রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। যদিও সংক্রমিতদের অধিকাংশের মৃদু উপসর্গ(Mild symptoms) দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, দেশের বিরাট সংখ্যক মানুষ করোনার দু’টি টিকা(Double dose vaccine) নিয়ে নেওয়ায় তখন সেভাবে ক্ষতি করতে পারেনি করোনার ওই প্রজাতি। কিন্তু এবার ওমিক্রনের যে প্রজাতির মাধ্যমে সংক্রমণ ছড়াতে শুরু করেছে, তা ওমিক্রনের থেকেও কয়েক গুণ শক্তিশালী। যে গতিতে চিন, দক্ষিণ কোরিয়া, হংকংয়ের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি এবং ইউরোপের(Europian Country) কিছু অংশে ওই নতুন প্রজাতি ছড়াচ্ছে, তাতে খুব অল্প সময়েই সেই সংক্রমণের কবলে বিশ্বের একটি বড় অংশ আসতে চলেছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। 

আরও পড়ুন- Ukraine Crisis: ইউক্রেনে হত ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পার দেহ দেশে ফেরানো হবে রবিবার, জানালো বিদেশমন্ত্রক

গত বুধবার শীর্ষ স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ(Rajesh Bhushan) চিঠিতে জানান, বুধবারের বৈঠকে প্রতিটি রাজ্যকে পরীক্ষা ও নজরদারি বাড়ানো, যাঁরা প্রতিষেধক নেননি তাঁদের টিকাকরণের(Vaccination) আওতায় নিয়ে আসার মতো ধাপগুলি গুরুত্ব দিয়ে পালন করার উপরে জোর দেওয়া হয়েছে। রাজেশ চিঠিতে জানিয়েছেন, আর্থিক ও সামাজিক গতিবিধি স্বাভাবিক রাখতে গিয়ে যাতে কোভিড নিয়মবিধি(Covid Restrictions) পালনের প্রশ্নে কোনও শিথিলতা না দেখা যায় সেই বিষয়টির দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে বলা হয়েছে রাজ্যগুলিকে।

West Bengal Coronavirus casesCOVID 19 CASESWest Bengalcoronavirus in india

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার