করোনা এবং ওমিক্রনের (Omicron) আবহে ভোটের রাজ্যগুলিতে টিকাকরণের গতি আরও বাড়াতে কেন্দ্রকে অনুরোধ করল নির্বাচন কমিশন (Election Commission)।
কারণ, গত মে মাসে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্যে ভোট করাতে গিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কমিশন মনে করে, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আগে সম্পূর্ণভাবে টিকাকরণ নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবারও এলাহাবাদ হাইকোর্টে(Alahabad Highcourt) বিচারপতি শেখর যাদবের বেঞ্চ, সরকার এবং নির্বাচন কমিশনকে এক বা দু’মাসের জন্য বিধানসভা নির্বাচন স্থগিত করার ও দেশের কোভিড পরিস্থিতির কারণে সমস্ত রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করার অনুরোধ করেছিল।
তার প্রেক্ষিতেই এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ প্রতিটি নির্বাচনমুখী রাজ্যে টিকা দেওয়ার হার সম্পর্কে নির্বাচন কমিশনকে জানান। তিনি জানান, উত্তরাখণ্ড এবং গোয়ায় প্রথম টিকার হার প্রায় একশ শতাংশ। উত্তরপ্রদেশে প্রথম টিকার হার ৮৫ শতাংশের কাছাকাছি । একই সঙ্গে মণিপুর এবং পঞ্জাবে এই হার ৮০ শতাংশের কাছাকাছি। তবে স্বাস্থ্যমন্ত্রককে কম টিকাকরণ যুক্ত রাজ্যগুলিতে টিকা দেওয়ার প্রক্রিয়া তরান্বিত করার জন্য বলেছে নির্বাচন কমিশন।