এখনও ভারতে কোভিডের নতুন প্রজাতি XE-এর (Covid New Variant XE) খোঁজ পাওয়া যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও যা প্রমাণ হাতে আছে, তাতে কোভিডের নতুন প্রজাতি XE ভারতে থাকার সম্ভাবনা নেই। মুম্বইয়ে নতুন প্রজাতি XE ধরা পড়ার খবর প্রকাশ্যে আসার এক ঘণ্টার মধ্যে এমনই এক টুইট করে মহারাষ্ট্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (Maharashtra PIB)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নমূনা পরীক্ষা করার পর জিন INSACOG-এর বিশেষজ্ঞরা এর জিনপরীক্ষা (Genome Sequencing) করে। সেখানে জানা গিয়েছে, এই ভাইরাস XE প্রজাতির নয়। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৫০ বছরের যে মহিলার কোভিড পজিটিভ (Covid Positive) এসেছে, তার অন্য শারীরিক কোনও অসুবিধা নেই। আর কোভিডের কোনও লক্ষ্যণও নেই তাঁর শরীরে। ১০ ফেব্রুয়ারি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বইয়ে এসেছিলেন। তারপর আর কোথাও যাননি। ভারতে প্রবেশের সময় তাঁর রেজাল্ট নেগেটিভ ছিল।
আরও পড়ুন: ইউটিউব থেকে স্টকিং শিখে ১৫০'র বেশি মহিলার ছবি মর্ফ করে গ্রেফতার অভিযুক্ত
বুধবার বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানায়, ২৩০টি নমূনা পরীক্ষা করা হয়েছে। জিনপরীক্ষা করে জানা গিয়েছে, তার মধ্যে একজন XE প্রজাতি ও একজন কাপ্পা প্রজাতির কোভিড ভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইতিমধ্যেই জানিয়েছে, গ্রেট ব্রিটেনে XE প্রজাতির ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। যা ওমিক্রনের BA.2 উপপ্রজাতির থেকেও ১০ গুণ বেশি সংক্রামক।