ফের দেশজুড়ে চোখ রাঙাচ্ছে কোভিড ১৯। ইতিমধ্যেই কেরলে পাওয়া গিয়েছে কোভিডের নয়া প্রজাতি জে এন ওয়ান। সংক্রমণও বেশ খানিকটা বেড়েছে। রবিবার কেন্দ্রের রিপোর্টে জানা গিয়েছে, দেশে মৃত্যু হয়েছে ৫ জনের। এরপরই কোভিড নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।
রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির দিকে ফের কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। প্রতিদিনের জেলার সংক্রমণের রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রকে। জেলাভিত্তিক সংক্রমণের রিপোর্ট তৈরি করতে হবে সব রাজ্যকে। যত বেশি সংখ্যক RT-PCR পরীক্ষা করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। কোভিড পজিটিভ হলে INSACOG-এর ল্যাবে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠাতেও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র।