কোভিড (Covid 19) বাড়তেই তথ্য গোপন করছে চিন (China)। গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দৈনিক আক্রান্তের পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দিয়েছে চিন।
কোভিডের দৈনিক পরিসংখ্যান প্রকাশ করত চিনের ন্যাশনাল হেলথ কমিশন। রবিবার থেকে সেই পরিসংখ্যান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে খবর। অধিকাংশ রিপোর্টে দাবি, কোভিডে চিনের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্টও। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, শ্যানডং প্রদেশের ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল চলছে। দেশের বেশ কিছু হাসপাতালের হালও বেশ খারাপ।
আরও পড়ুন: গঙ্গাসাগরের আগে করোনা নিয়ে সতর্কতা, নাগা সন্ন্যাসীদের করোনা পরীক্ষা করবে পুরসভা
শনিবার চিনের ন্যাশনাল হেলথ কমিশন শুক্রবারের পরিসংখ্যান প্রকাশ করে। যেখানে বলা হয়, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,১২৮ জন। নতুন করে কোনও মৃত্যু হয়নি। কিন্তু রেডিও ফ্রি এশিয়ার রিপোর্ট বলছে, গত ২০ দিনে প্রায় ২৫ কোটি মানুষ চিনে আক্রান্ত হয়েছেন।