কোভিড নিয়ে চিনের ভূমিকায় ফের প্রশ্ন উঠে গেল। করোনাভাইরাস নিয়ে 'প্রকৃত তথ্য' দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু'-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস একাধিকবার এই অনুরোধ করা সত্ত্বেও চিন মুখে কুলুপ এঁটেছে বলে অভিযোগ। আর সেই কারণেই, ভারত সহ বিশ্বের অন্তত বারোটি দেশ চিনা নাগরিকদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার এই নিয়ে মঙ্গলবার কড়া প্রতিক্রিয়া দিল বেজিং। রীতিমতো হুমকির সুরে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও পিং বলেন, যে সব দেশ চিনা নাগরিকের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে, তাদের এর পাল্টা নিয়েও সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, করোনার নতুন ভ্যারিয়ান্টের কারণে তীব্রগতিতে সংক্রমণ ছড়াচ্ছে চিনে। কোভিড সংক্রান্ত তথ্য যাতে শি জিনপিংয়ের সরকার প্রকাশ করবে, এই ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। কিন্তু কোভিড সংক্রান্ত তথ্য প্রকাশ করা বন্ধ করেছে বেজিং। আরে সেই জায়গায় থেকেই সমস্যার সূত্রপাত।
অন্যদিকে, এই পরিস্থিতির মোকাবিলার জন্য ভারত সরকার নিয়ম করেছে, চিন এবং চিন সংলগ্ন এশিয়ার আরও কয়েকটি দেশ থেকে আগত পর্যটকদের যাত্রা শুরুর আগের ৭২ ঘণ্টায় করানো কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।