প্রথমে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। পরে মন্ত্রী অরূপ বিশ্বাসকে(Arup Biswas) দ্রুত সুস্থ করতে কলকাতার হাসপাতালে দেওয়া হয়েছিল ককটেল থেরাপি(Cocktail Therapy)। ককটেল থেরাপির প্রয়োজন হয় সদ্য করোনাক্রান্ত বাবুল সুপ্রিয়র(Babul Supriyo) বাবারও। কিন্তু এই পদ্ধতি নিয়ে কেন্দ্রের স্পষ্ট নির্দেশ না থাকায়, রাজ্যে করোনা(Coronavirus) চিকিৎসায় আপাতত ককটেল থেরাপি এবং মনলুপিরাভির-কে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। গত ১ জানুয়ারি রাজ্য স্বাস্থ্য দফতর এই দুটি ওষুধকে তালিকায় রেখেছিল।
ইতিমধ্যেই সারাদেশে করোনার(Coronavirus) তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ফলে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতেও প্রস্তুত থাকতে নির্দেশ দেয় রাজ্য স্বাস্থ্য দফতর(West Bengal Health Department)। তার সঙ্গে দেওয়া হয় বিভিন্ন চিকিৎসাবিধি।
আরও পড়ুন- Omisure Kit: ওমিক্রন শনাক্ত করার প্রথম দেশীয় কিট ওমিশিওরকে ছাড়পত্র আইসিএমআরের
রাজ্য নির্দেশিত এই চিকিৎসাবিধিতে কোভিড(Covid-19) রোগীদের তিন ভাগে ভাগ করে চিকিৎসা করার কথা বলা হয়। উপসর্গহীন, লক্ষণবিহীন কো-মর্বিড রোগী এবং মৃদু উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বেশকিছু নির্দেশিকা জারি করে রাজ্য। এইধরনের রোগীদের বাড়িতে বা সেফহোমে নিভৃতবাসে(Isolation) রেখে চিকিৎসার কথাও বলা হয়।