এতদিন ১২ বছরের বয়সীর ঊর্ধ্বদের ভ্যাকসিন (Covid vaccine) দেওয়া হচ্ছিল। এবার ৫ থেকে ১২ বছরের মধ্যের শিশুদেরও করোনা ভ্যাকসিন (Covid vaccine) পাওয়ার সুযোগ বাড়ল। সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে, কোরবেভ্যাক্স (Corbevax) ভ্যাকসিন ৫ বছরের ঊর্ধ্বদের দেওয়া যাবে।
ভ্যাকসিন নিয়ে সরকার যে কোনও সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে। সেই কমিটিই কোরবেভ্যাক্স ৫ ঊর্ধ্বদের দেওয়ার সুপারিশ করেছে। দেশের প্রথম প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন কোরবেভ্যাক্স।
আরও পড়ুন: অরুণ লালের নতুন ইনিংস, প্রথম স্ত্রীয়ের সম্মতিতেই ফের বিয়ে করছেন বাংলার কোচ
ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি এই ভ্যাকসিন (Covid vaccine)। যা তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই।
প্রসঙ্গত এ বছর ১৬ মার্চ ১২ থেকে ১৪ বছরের ছেলেমেয়েদের এই টিকা (Covid vaccine) দেওয়া শুরু হয়। পাঁচ থেকে ১২ বছরের ছেলেমেয়েদের উপযোগী ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাক্সিনের ছাড়পত্রের জন্য সরকার আরও তথ্য চেয়ে পাঠিয়েছে।