করোনা(Coronavirus) আবহে এবার গোবরডাঙা থানায়(Gobardanga Police Station) চলল জীবাণুমুক্ত করার কাজ। সোমবার গোবরডাঙ্গা থানা এবং তৎসংলগ্ন অঞ্চলে চলে জীবাণুমুক্তকরণ(Sanitization)। পুলিশ সূত্রে খবর, থানার এক পুলিশ আধিকারিক কোভিড(Covid-19) আক্রান্ত হয়েছেন। এর পাশাপাশি বাকি পুলিশকর্মীদেরও পরীক্ষা করার কাজ চলছে। থানায় করোনার(Coronavirus) থাবা পড়তেই তড়িঘড়ি জীবাণুমুক্ত করা হয় থানা সহ গোটা এলাকা।
গোটা রাজ্য জুড়ে বেড়ে চলেছে কোভিড(Covid-19) আক্রান্তের সংখ্যা। তার মাঝেই নয়া উপসর্গ ওমিক্রন(Omicron)। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে চলছে লাগাতার প্রচার। মাস্ক না পড়লে বা করোনাবিধি(Corona restriction) ভঙ্গ করলে চলছে চলছে ধরপাকড়।
আরও পড়ুন- Covid Nabanna : ইচ্ছে মতো কোভিড বিধি নয়, জেলা প্রশাসনকে নির্দেশ নবান্নের
করোনা(Corona) এবং ওমিক্রনের(Omicron) জোড়া ফলায় বিদ্ধ বাংলা(West Bengal)। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী সকলেই আক্রান্ত হচ্ছেন এই অতিমারিতে। তবুও হুঁশ ফিরছে না একশ্রেণির মানুষের।