দেশের করোনা পরিস্থিতি (Coronavirus cases) ভয়াবহ। গত একদিনে নতুন করে সংক্রমিত হলেন প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৬ হাজার বেশি।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ১০.২১ শতাংশ। শুধু মুম্বইয়ে আক্রান্ত ২০ হাজারের বেশি। একই ছবি দিল্লিতেও। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে ৩ হাজার ৬২৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৯ জন।
আরও পড়ুন: Coronavirus: একদিনে আক্রান্ত ২০ হাজারেরও বেশি, তবুও দিল্লিতে শিথিল রবিবারের কার্ফু
মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন।