ওমিক্রনের (Omicron) দাপট ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। এই আবহে রাজ্যে কর্পোরেশন ভোট (Corporation Election) কি আদৌ করা সম্ভব? তা নিয়ে শুরু হয়েছে তরজা।
পুরভোট নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলে মত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission), পাল্টা এই দাবি করেছেন সৌগত রায় (Sougata Roy)।
বৃহস্পতিবারই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সফরে গিয়ে, মুখ্য নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন, সেখানে ভোট নির্ধারিত সময়েই হবে। এই প্রেক্ষাপটে তৃণমূল প্রশ্ন তুলছে, বাংলায় পুরভোট না হলে, পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হবে কী করে?
TMC: বিধাননগরে প্রার্থী সব্যসাচী, কৃষ্ণা, শিলিগুড়িতে তৃণমূলের মুখ গৌতম দেব
তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, "রাজ্য নির্বাচনের হাতই সব ক্ষমতা, তারা কাকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেবে, তাদের ব্যাপার। একটা প্রশ্ন ওঠে, যদি পশ্চিমবঙ্গে পুরভোট না করা যায়, তাহলে উত্তরপ্রদেশ,পাঞ্জাব বা উত্তরাখণ্ডে কি নির্বাচন করা যাবে?”