কার্যত শিয়রে সর্বনাশ! আগামী এক সপ্তাহের মধ্যেই রাজ্যে আছড়ে পড়তে পারে করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হতে পারে ৩০-৩৫ হাজার, যা প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের চেয়েও বেশি। এমনই আশঙ্কা রাজ্য স্বাস্থ্য দফতরের।
কলকাতায় মিলছে গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত। ইতিমধ্যেই জেলায় জেলায় সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্যভবন। রিপোর্ট বলছে, এক সপ্তাহের মধ্যেই একেবারে চূড়ায় পৌঁছেছে সংক্রমণ। আগামীতে দৈনিক সংক্রমণের আশঙ্কা ৩০-৩৫ হাজার।
করোনার প্রথম ঢেউয়ে অক্টোবরে পিক ছিল চার হাজার। দ্বিতীয় ঢেউয়ে ২০-২৫ হাজার দৈনিক সংক্রমণ দেখা গিয়েছিল। তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ ৩০-৩৫ হাজার পর্যন্ত হতে পারে। এমনটাই আশঙ্কা স্বাস্থ্য কর্তাদের।
Covid: ৯০০-র গণ্ডি ছাড়াল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, দেশে একদিনে কোভিডে আক্রান্ত ১৩, ১৫৪ জন
ওমিক্রনের (Omicron) আবহে কলকাতায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত স্পষ্ট। পাঁচ জনের মধ্যে চার জনের লোকাল নমুনা পরীক্ষায় ওমিক্রমণের সংক্রমণ স্পষ্ট। কলকাতায় টেস্ট ও পজিটিভিটি রেট সমান হারে বাড়ছে।