কোভিডের (Covid 19) থাবা পূর্বরেলের (Eastern Railways) দফতরে। গত সপ্তাহে কমপক্ষে এক হাজারের বেশি রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের অধিকাংশ বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। এমনটাই জানাল পূর্ব রেল।
পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, পূর্ব রেলের হাওড়া, মালদা, শিয়ালদহ, আসানসোল ডিভিশন মিলিয়ে প্রায় এক হাজারের বেশি কর্মী আক্রান্ত হয়েছেন। লোকাল ও দূরপাল্লার চালক, সহকারী চালক, টিটি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন বড় পদমর্যাদার কর্মচারীরাও।
আরও পড়ুন: রাত ১০টা পর্যন্ত খোলা সেলুন ও বিউটি পার্লার, নয়া নির্দেশিকা জারি নবান্নের
হাওড়া, বামুনগাছি ও লিলুয়া কারসেডের বেশ কিছু কর্মী কোভিডে আক্রান্ত হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের গার্ডেনরিচ হাসপাতালে প্রায় ১০০ জন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন কোভিডে।