কর্নাটকে কোভিডের নয়া উপজাতি জে এন ওয়ানে আক্রান্ত আরও ৩৪ জন। বুধবার এমনই জানিয়েছে কর্নাটকের রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের পক্ষ থেকে জানা গিয়েছে, কোভিডের মোকাবিলা করার জন্য রাজ্য তৈরি।
গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩০ জন। তাঁদের মধ্যে আইসিইউ-তে আছেন ৭-৮ জন। মঙ্গলবার দেশজুড়ে ৬৯ জন নাগরিক কোভিডের নয়া প্রজাতি জেএন ওয়ানে আক্রান্ত হয়েছিলেন। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪১৭০। তার মধ্যে ৩০৯৬ জনই কেরলের বাসিন্দা।