রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যুর (Covid Deaths) সংখ্যা শূন্য। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ জন।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৬০০ জন। এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ২১,২০৩ জন। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৯ লক্ষ ৯৬ হাজার ৯৮৯ জন।
আরও পড়ুন: দেশে একদিনে করোনা আক্রান্ত ৩,২০৭ জন, কমল মৃত্যুর হার
গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা (Covid 19 Test) করিয়েছেন ৫১০৯ জন। দৈনিক সংক্রমণের হার ০.৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিডের টিকা নিয়েছেন ৫৮৯৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে প্রিকশন ডোজ নিয়েছেন ২৬ লক্ষ ১৮ হাজার ৯৬৮ জন।