ফের রাজ্যে বাড়ছে কোভিডের দৈনিক সংক্রমণ (Covid Affection)। রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে ২,৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। দ্বিতীয় স্থানে কলকাতা। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১৮.৫৯ শতাংশ। রাজ্যে কোভিড রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৬৬১ জন।
কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৫ জন। সংক্রমণের নিরিখে এগিয়ে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি। একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুর। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৩৫৯ জন।
আরও পড়ুন: দেশে কোভিড সংক্রমণ বেড়ে প্রায় ১৭ হাজার, শীর্ষে সেই পশ্চিমবঙ্গ
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১৬,০২৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২৬,৭২৯ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭০৪ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ১০৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত প্রিকশন ডোজ নিয়েছেন ৪২ লক্ষ ৬৬ হাজার ৮৫৪ জন।