রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus) বাড়তেই জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ রাজ্যের স্বাস্থ্য সচিব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসছেন তিনি।
রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যুর (Covid Deaths) সংখ্যা শূন্য। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ জন।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৬৪৬ জন। এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ২১,২০৩ জন। কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৯ লক্ষ ৯৭ হাজার ২৬ জন।
আরও পড়ুন- Asani Update: বাংলাকে স্বস্তি দিয়ে পথ বদল অশনির, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা (Covid 19 Test) করিয়েছেন ৬,৭৩০ জন। দৈনিক সংক্রমণের হার ০.৬৮ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে প্রিকশন ডোজ নিয়েছেন ২৬ লক্ষ ২৬ হাজার ৬৭১ জন।