দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২৪৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে প্রাণ হারিয়েছেন (Covid Deaths)) ৩০ জন। দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৬,৫২২। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৬৪৯। কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ফের দেশ জুড়ে কোভিড বিধিনিষেধ চালু হবে! এই বৈঠকের দিকে নজর থাকবে গোটা দেশের।
দেশে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন ৪৩ লক্ষ ৮ হাজার ৪৯১। এখনও পর্যন্ত মোট কোভিডে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ২২৩ জনের। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯৭০ জন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় মৃত্যুহীন বাংলায় করোনা আক্রান্ত ১৯ জন
কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিনের অধিকাংশ শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ইউরোপে জার্মানি সহ একাধিক দেশে কোভিডের চতুর্থ ঢেউয়ের প্রভাব পড়েছে। তাই সতর্ক ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোনও ঝুঁকি নিতে চাইছে না। মনে করা হচ্ছে, জুন অথবা জুলাই মাসেই ভারতে আছড়ে পড়বে কোভিডের চতুর্থ ঢেউ।