দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 Affection) ১৮,৮১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৩৫। এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৫ লক্ষ ৮৫ হাজার ৫৫৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের ০.২৮ শতাংশ সক্রিয় কোভিড রোগী। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ২,৮৭৮। দেশে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ৪.৯৬ শতাংশ।
আরও পড়ুন: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের শারীরিক অবস্থার অবনতি
কোভিড থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ৪ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৮৭৬ জন। কোভিডে দৈনিক মৃত্যুর হার ১.২১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে টিকাকরণ করিয়েছেন ১৯৮ কোটি ৫১ লক্ষ মানুষ।