দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 Affection) ১৮,৮৪০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ২৮।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৯ শতাংশ। সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ২,৬৯৩।
কোভিড থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ৪ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৯৮০ জন। কোভিডে দৈনিক মৃত্যুর হার ১.২০ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে টিকাকরণ করিয়েছেন ১৯৮ কোটি ৬৫ লক্ষ মানুষ।