রাজ্যে রবিবার কোভিডের (Covid 19) দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) রেকর্ড ছুঁল। রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২৪ ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা ৭৮,১১১। রাজ্যে সংক্রমণের হার ৩৩.৮৯ শতাংশ।
কোভিডের প্রথম ঢেউয়ে (First Wave) সর্বোচ্চ দৈনিক সংক্রণ ছিল ৪১৫৭। গত বছর মে মাসে দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২০,৮৪৬। এবার ওই নজিরও টপকে গেল দৈনিক সংক্রমণ।
আগেই সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ের রেকর্ড ভেঙেছে কলকাতা। রবিবার কলকাতায় নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৮৭১২ জন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হলেন ৫০৫৩ জন। মৃত্যু হয়েছে ছয় জনের।