Covid 19 India Update: দেশজুড়ে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ, বুধবার উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

Updated : Apr 25, 2022 11:41
|
Editorji News Desk

গত কয়েক সপ্তাহ ধরে ফের উর্ধ্বমুখী সংক্রমণ (Covid 19 Affection)। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে কোভিডের চতুর্থ ঢেউ (Covid Fourth Wave) আসছে। কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যগুলিকে ফের সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ২৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৩০ জন। দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার ৮৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৬,৫২২।

দিল্লি, উত্তরপ্রদেশের মতো বেশ কিছু রাজ্যে ফের কোভিড বিধিনিষেধ (Covid Guidelines) ফিরেছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক (Mask)। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা আছে। ফের নতুন করে লকডাউনের পথে হেঁটেছে চিন। ইউরোপের দেশগুলিতেও কোভিডের চতুর্থ ঢেউয়ের প্রভাব পড়তে শুরু করেছে। দিল্লি ও মুম্বইয়েও ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে। এখনও পর্যন্ত দেশে কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২২ হাজার ২২৩ জন। সক্রিয় কোভিড রোগী মোট আক্রান্তের ০.০৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগী বেড়েছে ৬৪৯ জন। কোভিডের দৈনিক সংক্রমণের হার ০.৮৪ শতাংশ।

আরও পড়ুন: বৃষ্টিহীন কলকাতায় বাড়বে গরম, দক্ষিণের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে কোভিড পরিস্থিতি নিয়ে ২৭ এপ্রিল উচ্চপর্যায়ের বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করতে পারে কেন্দ্র। দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪ কোটি ২৫ লক্ষ ২১ হাজার ৩৪১ জন। দৈনিক মৃত্যুর হার ১.২১ শতাংশ।

Covid 19 deathsCOVID 19 CASESCOVID 19Covid 19 Fourth Wave

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার