দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ওমিক্রনে নয়া প্রজাতি জে এন ওয়ানে আক্রান্ত ১৫৭ জন। কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ৭৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪০৯১। দেশে গত ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ৫ জনের। ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড আক্রান্তের হদিশ পাওয়া হিয়েছে।
কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, সব থেকে বেশি জে এন ওয়ানে আক্রান্ত কেরলে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৮ জন। গুজরাতে ৩৪ জন জে এন ওয়ানে আক্রান্ত। কর্নাটকে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের। কোভিড পরীক্ষার নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাচ্ছে রাজ্য।