দেশে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড। এর নেপথ্যে কি ওমিক্রনের নয়া উপরূপ জেএন ওয়ান। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৭৪৩।শুক্রবারের থেকে এই সংখ্যা কিছুটা কমলেও উদ্বেগ কমছে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের।
ইতিমধ্যেই দেশে ১৬০ জনের বেশি রোগীর দেহে জেএন ওয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। ডিসেম্বর মাসে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোভিড পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছে। প্রবীণ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। WHO জানিয়েছে, নয়া সাব ভ্যারিয়েন্ট আগের মতো ভয়ঙ্কর নয়।