দেশে ফের নতুন করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। শনিবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার জন। তবে, কমেছে হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ। উদ্বেগ বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন। ফলে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ২২ হাজার ২১১ জন। বেড়েছে অ্যাকটিভ কেসও।
পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫৩ হাজার ৭২০। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৭ জন। ফলে, করোনার কারণে দেশে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫ লক্ষ ৩১ হাজার ৯১ জন।