দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২৪৫১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। এই নিয়ে টানা তিনদিন দেশে ২০০০ জনের বেশি কোভিডে আক্রান্ত হলেন।
এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্তের (Total Affection) সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত্যু (Covid Deaths) হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। সক্রিয় কোভিড রোগী মোট আক্রান্তের ০.০৩ শতাংশ। সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৮০৮।
আরও পড়ুন: উত্তরে ঝড়-জল, কলকাতা-সহ দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার ০.৫৩ শতাংশ। দেশে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ। সেই নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তার আগে কোভিডের প্রিকশন ডোজও দেওয়া চালু করেছে কেন্দ্র।