বর্ষবরণের আনন্দো মাতোয়ারা দেশ। তার আগে চিন্তা বাড়াচ্ছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। কেন্দ্রীয় মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে প্রাণ হারিয়েছেন ৩ জন।
গত সাত মাসের তুলনায় গত সপ্তাহে কোভিড সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ। মাত্র সাত দিনের মধ্যে ১০টি রাজ্যে নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ওমিক্রনের নতুন উপরূপ JN.1 ভয় দেখাচ্ছে। গত ২৪ ঘণ্টার নিরিখে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও আশঙ্কা কাটছে না। কর্নাটক ও মহারাষ্ট্রে সাতদিনের মধ্যে তিন গুণ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত সাতদিনে দেশে মৃত্যু হয়েছে ২৯ জনের।
বিশেষজ্ঞদের দাবি নতুন সাব ভ্যারিয়েন্টকে এখনই ভয় পাওয়ার কিছু নেই। তবে জাপানের একটি গবেষণায় দাবি করা হয়েছে, এই উপরূপের মাধ্যমে বিশ্বজুড়ে হৃদরোগের মহামারী দেখা যেতে পারে।