দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২০,৫৫৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৩২৩ জন। এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৯ লক্ষ ৫৯ হাজার ৩২১ জন।
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৬ হাজার ২১১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ। মোট আক্রান্তের ০.৩৩ শতাংশ সক্রিয় কোভিড আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগী বেড়েছে ১২৯৭ জন।
আরও পড়ুন: পার্থকে এখনই বহিস্কার করা হোক, টুইটে দাবি তুললেন কুণাল ঘোষ
এখনও পর্যন্ত দেশে ২০৩ কোটি ২১ লক্ষ মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন।