বাঙালির তরুণ প্রজন্মের অধিকাংশই এখন বেঙ্গালুরুতে কর্মরত। অতিমারীর রেশ এক থিতিয়ে যেতেই ওয়র্ক ফ্রম হোম শেষ হয়েছিল অনেকের। নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন অনেকেই, এমন সময় কর্নাটকে ফের জারি বিধি নিষেধ। ভয় বাড়াচ্ছে দেশের করোনা সংক্রমণ। ফের মাস্ক পরার বিধি চালু হল কর্নাটকে। বদ্ধ জায়গা ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে মাস্ক পরা বাধ্যতমূলক হল। বৃহস্পতিবার- বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানাল কর্নাটক সরকার।
পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁদের কোভিড পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।
Mamata Banerjee: 'রাজ্যপাল ভাল, অসুবিধে হবে না', রাজভবন থেকে বেরিয়ে মমতার প্রতিক্রিয়া
কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলায় রাজ্যের বেসরকারি হাসপাতাল ও সরকারি হাসপাতালে কোভিড রোগীদের জন্য যাতে শয্যা সংরক্ষিত করে রাখা হয়, সে দিকে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। বুস্টার ডোজ দেওয়ার জন্য গোটা রাজ্যজুড়েও বিশেষ শিবির তৈরি করার কথাও জানানো হয়েছে।