ইউরোপ (Europe) ও পূর্ব এশিয়ার (East Asia) কিছু দেশে হঠাৎ করেই বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Affection)। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন ভারতকেও কোভিডের চতুর্থ ঢেউ (Covid Fourth Wave) নিয়ে সতর্ক থাকতে হবে। চালাতে হবে নজরদারি। জিন পরীক্ষাও বাড়াতে হবে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ তেমন বাড়েনি। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৩৯ জন। মৃত্যু হয়েছে ৬০ জনের।
পূর্ব এশিয়ায় ওমিক্রনের (Omicron) নতুন প্রজাতির দাপট বাড়ছে। চিন্তা বাড়াচ্ছে অনেকগুলো দেশ। চিনে লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে একটি প্রদেশ। দক্ষিণ কোরিয়ায় (South Korea) একদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ মানুষ। বুধবার দেশের কোভিড পরিস্থিতি (India Covid Scenario) নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা দেশে। সেই সিদ্ধান্ত নিয়েও বৈঠক করবে স্বাস্থ্যমন্ত্রক। টিকাকরণ ও জিনপরীক্ষার কী অবস্থা, তাও খতিয়ে দেখা হবে। দেশে গত কয়েকদিন কোভিড রিপোর্ট স্বস্তি দিলেও কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩০,৭৯৪। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ১৩২ জনের।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা-আক্রান্ত ৬৫ জন, মৃত ২
কোভিডের নতুন প্রজাতি ডেল্টা ও ওমিক্রনের দাপট বাড়লেও চিন্তা বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট BA.2। ইউরোপেও কোভিডের নতুন ঢেউ নিয়ে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে কোভিডের নতুন এই প্রজাতি ওমিক্রনের থেকেও দ্বিগুণ হারে সংক্রামিত হতে পারে। জার্মানি ও অস্ট্রিয়াতে দ্রুতহারে ছড়িয়েছে নতুন প্রজাতি BA.2।