দেশজুড়ে বাড়ছে কোভিডের (Covid 19) নতুন প্রজাতি (New Variant) ওমিক্রন (Omicron)। পিছিয়ে নেই আগের প্রজাতি ডেল্টাও (Delta)। এরই মধ্যে প্রিকশন ডোজ (Precaution Dose) দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সোমবার থেকে কোভিডের ভয়াবহতা থেকে বাঁচতে শুরু হচ্ছে সেই প্রিকশন ডোজ। স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা ও বয়স্করা পাবেন এই তৃতীয় ডোজ।
প্রধানমন্ত্রী (Prime Minister) জানান, আগামী ১০ জানুয়ারি থেকে এই তৃতীয় ডোজ দেওয়া চালু হবে। শনিবার থেকে কো-উইন অ্যাপে (Co-Win) রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে। টিকাকেন্দ্রগুলোতে (Vaccination Center) গিয়ে সরাসরি অ্যাপয়েমেন্ট করিয়েও নেওয়া যাবে টিকা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, যারা কোভ্যাক্সিন (Covaxin) নিয়েছেন তাঁদের কোভ্যাক্সিনের টিকাই দেওয়া হবে। কোভিশিল্ডের (Covishield) ক্ষেত্রে দেওয়া হবে প্রিকশন ডোজ। ৬০ বছরের বেশি প্রবীণদের এই তৃতীয় ডোজ নিতে গেলে চিকিৎসকের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই।
আরও পড়ুন: দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি, জরুরি পর্যালোচনা বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী
এই প্রিকশন ডোজ নেওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পরে গেলেই নেওয়া যাবে প্রিকশন ডোজ। কো-উইন অ্যাপ থেকেই পাওয়া যাবে তৃতীয় ডোজের শংসাপত্র।