দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২৫০৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, কোভিডে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। গোটা দেশে সংক্রমণের গ্রাফ অনেকটাই নিম্নমুখী।
গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৩৭৭ জন। দেশে সংক্রমণের হার (Positivity Rate) ০.৪৭ শতাংশ। দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ৩৬,১৬৮। মোট আক্রান্ত রোগীর তুলনায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ০.০৮ শতাংশ।
আরও পড়ুন: নতুন করে কোভিডে আক্রান্ত ৬৯ জন, ফের রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য
কোভিড নিয়ে গত তিনবছর ধরে লড়াই করছে গোটা বিশ্ব। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে ভারতও। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন হয়েছে ১৭৯ কোটি ৯১ লক্ষের বেশি মানুষের।