রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ১৩৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। কোভিড থেকে সুস্থ (Covid Recovery) হয়ে ঘরে ফিরেছেন ৫৭ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১.৮৫ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২০ হাজার ৫৪৪ জন। মোট মৃত্যু হয়েছে ২১,২০৬ জনের। সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৭,২৮৯ জন। গৃহবন্দী আছেন ৮৪৪ জন।
আরও পড়ুন: এবার ইউটিউবার রোদ্দুর রায়ের আয়ের উৎস খতিয়ে দেখবে পুলিশ
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৫৩,৫৮২ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ৩১ লক্ষ ৬৫ হাজার ৫৪৯ জন।