রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৩৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি। রাজ্যে এদিন কোভিড থেকে সুস্থ (Recovery Rate) হয়ে ঘরে ফিরেছেন ৫৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। রাজ্যে কোভিডে মোট মৃত্যু (Covid Deaths) হয়েছে ২১,২০০ জনের।
রাজ্য জুড়ে কোভিড পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। কোভিড বিধিনিষেধও তুলে দিয়েছে রাজ্য। এদিকে বুধবারই কোভিডের নয়া প্রজাতি XE-তে আক্রান্ত হয়েছেন মুম্বইয়ের এক বাসিন্দা। যার জেরে দেশ জুড়েই কোভিড নিয়ে সতর্কতা শুরু হতে পারে। তার প্রভাব পড়তে পারে রাজ্যেও। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১২,৫১৮ জন। সংক্রমণের হার ০.৩০ শতাংশ। গতকালের থেকে ০.০৩ শতাংশ বেড়েছে সংক্রমণ।
আরও পড়ুন: ভারতেও করোনার XE প্রজাতির হদিশ, আক্রান্ত মুম্বইয়ের এক রোগী
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের টিকাকরণ করিয়েছেন ১ লক্ষ এক হাজার ১১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ১৭ লক্ষ ৭৯ হাজার ৭৩৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ২ লক্ষ ৩২ হাজার ৫১৮ জন।