দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডের সংক্রমণ (Covid Affection) কমল ১৪ শতাংশ। দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ১ লক্ষ ২৭ হাজার জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid Death) হয়েছে ১০৫৯ জনের।
দেশে দৈনিক সংক্রমণের হার (Daily Infection) ৯.২৭ শতাংশ থেকে কমে দাঁড়াল ৭.৯৮ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৩ লক্ষ ৩১ হাজার ৬৪৮। সুস্থতার হার ৯৫.৬৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৩০ হাজার ৮১৪ জন।
আরও পড়ুন: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১৫২৩ জন, মৃত্যু হয়েছে ৩৫ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড পরীক্ষা করিয়েছেন ১৬ লক্ষ ৩ হাজার ৮৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৯ কোটি ভারতীয় নাগরিক ভ্যাকসিন নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৪২ লক্ষ ৯৫ হাজার ১৪২ জন।