দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ১৫৮১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২৩,৯১৩।
দেশে একদিনে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমল ১১৯৩। দৈনিক সংক্রমণের হার ০.২৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ০.৩৯ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৮. ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৫ লক্ষ ৬৮ হাজার ৪৭১ জন। কোভিড সংক্রমণ কমলেও চতুর্থ ঢেউয়ের আশঙ্কা কমছে না। দেশগুলিকে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে WHO। এশিয়ার বেশ কিছু দেশে কোভিডের নতুন ঢেউ এসে গিয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: এই প্রথম রাজ্যে ৩০-এর নিচে কোভিডের দৈনিক সংক্রমণ, মৃত ১
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ১০ হাজার ৯৭১ জন। এখনও পর্যন্ত দেশে কোভিডে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১৬ হাজার ৫৪৩ জন।