দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১৪,১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হলেন ৪ কোটি ২৮ লক্ষ ৮১ হাজার ১৭৯ জন। এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জন।
দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণের হার ১.২২ শতাংশ। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ০.৩৫ শতাংশ কমেছে। দেশে সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ।
আরও পড়ুন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ১৩,৪০৫, মৃত ২৩৫
গত ১৮ দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লক্ষের নিচে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমেছে ১৬,১৬৩।