রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৫২ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও মৃত্যু (Covid Death) হয়নি। রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ১১৯ জনের। রাজ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ১৯ লক্ষ ৯৬ হাজার ৬৩০ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা (Covid Test) করিয়েছেন ৯,৮৬১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড পরীক্ষা হয়েছে ২ কোটি ৫০ লক্ষ ১৯ হাজার ৩৯৮ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ০.৫৩ শতাংশ।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ২,৯২৭, মৃত বেড়ে ৩২
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ২ হাজার ৫৮২ জন। রাজ্যে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭ কোটি ২১ লক্ষ ৯৭ হাজার ৩৫৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৬ কোটি ৯ লক্ষ ৯০ হাজার ৯৯০ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৪১ হাজার ৯১৮ জন।