রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৭৩৬ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৬,০০৯। সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ।
কলকাতায় (Kolkata) নতুন করে আক্রান্ত হলেন ১০৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। মৃত্যুর নিরিখে সবচেয়ে আগে পশ্চিম বর্ধমান। গত ২৪ ঘণ্টায় এই জেলায় কোভিডে মৃত্যু হয়েছে ৯ জনের। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। বাঁকুড়ায় কোভিডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের।
আরও পড়ুন: অরুণাচলের তুষারধসে মৃত্যু ৭ নিখোঁজ জওয়ানের, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৩৯,৩৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৬ লক্ষ ২০ হাজার ৮৪১ জন।