দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১৫,৩৭৮। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২১ হাজার ৯৮২। কোভিডে মোট প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৫ লক্ষ ২১ হাজার ৭০ জন।
দেশে বর্তমানে মোট কোভিড আক্রান্তের ০.০৪ শতাংশ সক্রিয় রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৫ লক্ষ ৭৭ হাজার ৫৫৯ জন। এখনও পর্যন্ত ভারতে মোট ৭৮ কোটি ৭৯ লক্ষ মানুষ কোভিড পরীক্ষা করিয়েছেন।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১২৫৯ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের
দেশে এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ১৮৩ কোটি ৫৩ লক্ষ মানুষ। এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫৩৪ জন। মোট মৃত্যুর হার ১.২১ শতাংশ।